ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন এক ভবন থেকে পড়া লোহার পাতের আঘাতে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শুক্রবার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মাহমুদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭তম ব্যাচ ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করে তার সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার দুপুর দুইটার দিকে মাহমুদের মৃতদেহ নিয়ে ক্যাম্পাসে আসে তার আত্মীয়-স্বজনরা। দুপুর সোয়া দুইটার দিকে তার আবাসিক হল মীর মশাররফ হোসেন হলের সামনে তার প্রথম জানাজা ও পরে কলা ও মানবিক অনুষদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে তার সহপাঠী, বিভাগের শিক্ষক, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জানাযা শেষে মাহমুদের মরদেহ তার নিজ বাড়ি মেহেরপুর সদরে নেওয়া হয়েছে। সেখানে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে তার অভিভাবকরা।

জানাজা শেষে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর বলেন, ‘মাহমুদের সঙ্গে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তার মৃত্যুতে দর্শন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দর্শন পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘মাহমুদের মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়। এটা একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বিভাগের পক্ষ থেকে আইনগত প্রচেষ্টা চালানো হবে। এছাড়া রোববার বেলা ১১টায় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনের ঘোষণা দেন তিনি।

এদিকে মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকটি সংগঠন। এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, এ মৃত্যু মেনে নেওয়া কঠিন। মাহমুদ একটি স্বপ্ন নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিল। তার মৃত্যুর মধ্যদিয়ে সেই স্বপ্নেরও সমাধি হলো। এটি মাহমুদের বাবা-মায়ের জন্য কতো বড় আঘাত তা অন্য কারো অনুভব করা কঠিন।

উপাচার্য শিক্ষার্থী মাহমুদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে মাহমুদ বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা অবস্থায় পাশ্ববর্তী নির্মাণাধীন ভবন থেকে একটি লোহার পাত বৈদ্যুতিক খুটির উপরে পড়ে। সেখান থেকে লোহার পাতটি এসে মাহমুদকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কেআই/এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি