ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রক্সির দায়ে চবির সাবেক শিক্ষার্থী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে সাবেক এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রোববার ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে। আটককৃত শিক্ষার্থীর নাম জামশেদুল কবির। তিনি বাংলা বিভাগের ২০১০-১১ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ার শিলাখালীতে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের বিকেলের শিফটে ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে ড. মোহাম্মদ ইউনূস ভবনের ১০৯ নং কক্ষ থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

জানা যায়, সাবেক এই শিক্ষার্থী তৌহিদুল হাসান পিয়ালের (ভর্তি পরীক্ষার রোল-৫২২৭৮৯) এডমিট, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে আসে। তৌহিদের সঙ্গে চেহারায় সাদৃশ্য এক্ষেত্রে সাবেক শিক্ষার্থী জামশেদের প্রক্সি দিতে সুবিধা হিসেবে কাজ করে। তৌহিদুলের বাড়ি ময়মনসিংহে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, প্রক্সি দিতে আসা জামশেদ নামের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার সঙ্গে জড়িতদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি