ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জবিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২ নভেম্বর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ইংরেজি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান জনিকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ১০ তম ব্যাচের শিক্ষার্থী মুন্নি আক্তারকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করেন উপদেষ্টা মন্ডলী।

আগামী ১ বছরের জন্য গতকাল বৃহস্পতিবার কমিটি অনুমোদন দেন সদ্য সাবেক সভাপতি আমিত কুমার দাস ও সাধারণ সম্পাদক সাইফুল।

ছাত্রকল্যাণের নবনির্বাচিত সভাপতি মেহেদি হাসান জনি বলেন, আমাদের এই কমিটি বহুল আকাঙ্খিত ও প্রত্যাশিত কমিটি। পটুয়াখালী জেলার ছাত্র-ছাত্রীদের জন্য সবসময় কাজ করে যাব। সবার সহযোগিতার মাধ্যমে আমরা এটাকে বহুদূর নিয়ে যাবো। এসময় তিনি সবার সহযোগীতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মুন্নি আক্তার বলেন, সবাই একাগ্রভাবে কাজ করলেই আমরা সহজে এই সংগঠনের উন্নতিসাধন করতে পারবো। সামনের যে কোনও পরিস্থিতিতে আমরা একসঙ্গে সবার কল্যাণে কাজ করে যাব।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি