ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ১২ নভেম্বর ২০১৮

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাত ৮:৩০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার এই ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের।  

এতে `এ` ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারী ২৬ হাজার ৯৩৯ জন,অংশগ্রহণকারী ১৪ হাজার ৮৪৮ জন, পাশ করেছে ২ হাজার ৪২০ জন। যার পাশের হার শতকরা ১৭.৪৮ শতাংশ।

বি` ইউনিটের পরীক্ষায় আবেদনকারী ২৪ হাজার ২৩২ জন,অংশগ্রহণকারী ১৪ হাজার ৮৪৭ জন, শতকরা পাশের হার ১৬.৮৫ শতাংশ।

সি` ইউনিটের পরীক্ষায় আবেদনকারী ১২ হাজার ১৮৯ জন,অংশগ্রহণকারী ৮ হাজার ২৬০ জন,পাশের হার ৬ শতাংশ।

আগামী ২৫ ও ২৬ নভেম্বর সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ভর্তি কার্যক্রম চলবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জানুয়ারী।

এছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি