ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:০৬, ২২ নভেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।

এবারও শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি