ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোববার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামীকাল ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মেধা তালিকা হতে ভর্তি ছাত্রছাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের মধ্যে আগামী ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিভাগ পরিবর্তন করতে পারবেন।

অপেক্ষমান মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের আগামী ১৭ ডিসেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকে টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে।

ভর্তি পরীক্ষায় ন্যুনতম পাশ নম্বর প্রাপ্ত এবং ইউনিট/ বিভাগীয় শর্তপূরণকারী বিশেষ কোটায় ভর্তিচ্ছুদের ২৪ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। নির্বাচিত ছাত্রছাত্রীদের আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে।

আগামী ১৫ জানুয়ারি থেকে ১ম বর্ষের ক্লাস শুরু হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.iu.ac.bd)  থেকে জানা যাবে।

কেআই/  এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি