ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেমিনার

প্রকাশিত : ১৬:৩৬, ২৭ নভেম্বর ২০১৮

বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে ‘আমাদের পরিবেশ: আমাদের দায়িত্ব ও অর্জন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিভাগীয় সেমিনার কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এছাড়া সেমিনারে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এর এইচবিআরআই এর সিনিয়ার রিসার্চ অফিসার মো. আকতার হোসেন ‘আমাদের পরিবেশ: আমাদের দায়িত্ব ও অর্জন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি