ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ শীর্ষক কর্মশালা

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪১, ৮ ডিসেম্বর ২০১৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এর উদ্যোগে ‘পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আই.কিউ.এ.সি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিন।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মর্তূজা (কোয়ালিটি এ্যাসুরেন্স স্পেশালিস্ট) এবং মাভাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় এস.এ কমিটির দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কেআই// আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি