ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৮

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০১৮ উদ্যাপিত হয়েছে।    

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র‌্যালী, জাতির পিতার সমাধি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজারে, সকাল ৮.৩০ টায় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ৯.০০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ৩০৭ নং কক্ষে আলোচনা সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার।  

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঈশিতা রায়, প্রভাষক মো.এমদাদুল হক, মুনমুন রহমান, সাদিয়া আফরিন, শিক্ষার্থী শিকদার মাহবুব, কাজী নাজিমউদ্দিন, আবুল হাসনাত পিয়াল প্রমুখ।

বিকাল ৩ টায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়।

অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি