ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোববার  থেকে রাবির কার্যক্রম শুরু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

শীতকালীন অবকাশ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল দশটায় খুলেছে হলগুলো।  ইতোমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। 

জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক প্রভাষকুমার কর্মকার বলেন, ‘শীতকালীন অবকাশ শেষে আগামীকাল (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হবে।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের (০৬-১৭ জানুয়ারি) আগেই ২৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়টি। ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার। তবে, শুক্র  ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে সকল কার্যক্রম শুরু হচ্ছে।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি