ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নতুন তিনটি বাস পাচ্ছে জবির শিক্ষার্থীরা

প্রকাশিত : ২১:৫০, ৭ জানুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও সংকট নিরসন করতে পরিবহণ পুলে আরও নতুন তিনটি বাস যুক্ত হতে যাচ্ছে।

জানা যায়, বিশেষ সুবিধার্থে মিরপুরগামী নারী শিক্ষার্থীদের জন্য একটি বাসের ব্যবস্থা থাকছে।

এছাড়া বাকি দুটো বাস শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী যেকোনো রুটে দেওয়া হবে। এছাড়া ছাত্রদের জন্য আরও পাঁচটি দ্বিতল বাসের ক্রয় করার জন্য চূড়ান্ত অনুমোদন হয়েছে। শিগগিরই আরও ৫টি বাস যোগ হবে বলে জানা গেছে। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, পরিবহনের যে সংকট ছিল সেটা দূর করতে আমরা সক্ষম হয়েছি। তাছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ইতোমধ্যে পাঁচটি দোতলা বাসেরও অনুমোদন হয়ে গেছে। যার ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সব সমস্যা সমাধান হবে।’

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি