জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ
প্রকাশিত : ০৮:৫৯, ১২ জানুয়ারি ২০১৯
গৌরবময় ৪৮ বছর অতিক্রম করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ শনিবার ৪৯তম বিশ্ববিদ্যালয় দিবস। দেশের একমাত্র আবাসিক এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭১ সালের ১২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান।
দিবসটি উদযাপনে জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল ১০টায় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর আড়াইটায় পুতুল নাট্য, বিকেল ৫টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। সন্ধ্যা ৭টায় একক সঙ্গীত পরিবেশন করবেন লোকসঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ বেগম।
প্রাকৃতিক সৌন্দর্য ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে সুখ্যাতি পাওয়া বিশ্ববিদ্যালয়টির রয়েছে সাতশ’ একরের সবুজ ক্যাম্পাস। রাজধানী ঢাকা থেকে ৩২ কিলোমিটার উত্তরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ৬৯৭ দশমিক ৫৬ একর আয়তনের বিশাল জায়গাজুড়ে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আওতায় অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান বিভাগে মোট ১৫০ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ও ৪টি ইনস্টিটিউটের অধীনে ৩৪টি বিভাগে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।
এসএ/
আরও পড়ুন