ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ১৩ জানুয়ারি ২০১৯

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ক্রীড়া উপ-কমিটির আয়োজনে ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জানা যায়, ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ অংশগ্রহণ করছে। এছাড়া আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

অনুষ্ঠানে ক্রীড়া উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল বাকির সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক আলী নূর উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি