ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অক্টোবরে

জবি প্রতিনিধি

প্রকাশিত : ০০:০০, ১৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫৬, ১৬ জানুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন আগামী অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় অনুষ্ঠিত হবে।    

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর সম্মতি সাপেক্ষে তারিখ চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতির অনুমতি ও সময় সূচি পাওয়ার পর ধূপখোলা মাঠকে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন উপযোগী করে তোলা হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক- স্নাতকোত্তর ডিগ্রিধারী (জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট প্রাপ্ত) সকল শিক্ষার্থীরা ১ম সমাবর্তনের অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।

এজন্য আগামী ফেব্রুয়ারি মাস হতে রেজিস্ট্রেশন শুরু হবে। সমাবর্তনের বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি