ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জবি আন্তঃবিভাগ ক্রিকেট, সাংবাদিকতা বিভাগের বিশাল জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১৬ জানুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৯ উইকেটে হারালো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ১০৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুব্রত কুমার ও সাজেদুল ইসলাম সুকর্ণ উড়ন্ত সূচনা করে। দলীয় ৮৪ রানের মাথায় সুব্রত ৩৪ রান করে ফিরে যান।

পরে সাজেদুল ইসলাম সুকর্ণের অপরাজিত ৩৮ রানের দায়িত্বশীল ব্যাটিং এ তিন ওভার চার বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ৬ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের হয়ে আবির ৪৩ ও হাসান ৩৯ রান করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইব্রাহিম সাইমুম, উচ্ছ্বাস ও সুব্রত কুমার দুটি করে উইকেট নেন।

উল্লেখ্য, জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩৬ টি বিভাগ অংশগ্রহণ করছে। আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি