ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জবি সাংবাদিকতা বিভাগের র‍্যাগ ডে অনুষ্ঠিত

প্রকাশিত : ২২:৪৮, ২০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২২:৫৫, ২০ জানুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১০ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব (র‍্যাগ ডে) অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাঁকজমকভাবে শিক্ষা সমাপনী উৎসব (র‍্যাগ ডে) অনুষ্ঠিত হয়।

শিক্ষা সমাপনী অনুষ্ঠান ঘিরে ছিল নানা আয়োজন। বেলা দুইটায় শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনে ঘটে যাওয়া নানা স্মৃতি তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ ভাগে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তাদের মাঝে থেকে কখনো ডান্স, কখনো গান বা আবৃত্তি করে মিলনায়তন আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে এসে শেষ হয়।

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলাম, প্রভাষক মো. মিনহাজ উদ্দীন ও প্রভাষক মো. মিঠুন মিয়াসহ বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি