ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫:১২, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:১৪, ২৪ জানুয়ারি ২০১৯

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একইসঙ্গে কর্মমুখি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারী যারা রয়েছেন তারা যদি শুধু চাকরি না মনে করে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে আরো সমৃদ্ধ ও মানসম্মত শিক্ষা অর্জন করা সম্ভব।

দীপু মনি বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠি ও প্রতিবন্ধী শিক্ষার্থীরাও যেন শিক্ষার সমান অধিকার পায় সেই জন্য কাজ করছে সরকার। প্রাথমিক পর্যায় থেকেই যেন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে ওঠে সেই দিকে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিরসনে জোরদার পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, শিক্ষা মানুষের জন্মগত অধিকার। একটি দেশকে সমৃদ্ধ করতে প্রয়োজন মানসম্মত শিক্ষা। আর সেই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রাথমিক শিক্ষাকে আরও অগ্রসর করা হবে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়ার ফলে বিশ্বে রোল মডেল হিসাবে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। শিক্ষাকে আরও এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একসাথে কাজ কবরে বলেও জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন আর রশিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আকরাম-আল-হোসেন,ইউনেস্কোর হেড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ মিজ বিয়াট্রিস কালদুন প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি