ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুবি ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত : ১৪:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বহিষ্কৃত ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরুন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ জানুয়ারি সাংগঠনিক সম্পাদক গোলাম দস্তগীর ফরহাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী সংসদ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি