ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুস্থদের মাঝে রোভার স্কাউটের বস্ত্র বিতরণ 

প্রকাশিত : ২৩:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে প্রতিবছরের ন্যায় প্রায় ২০০ জন দুস্থদের মাঝে  বস্ত্র বিতরণ হয়েছে।    

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।   

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, রোভার স্কাউট লিডারবৃন্দসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার ইন কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় তহবিলের অনুদান, রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সহায়তা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রদানকৃত স্বেচ্ছা প্রণোদিত অর্থের মাধ্যমে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

কেআই/এসি  

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি