ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর  

প্রকাশিত : ২১:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ২০১৯ কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে।     

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও প্রকাশনা উৎসব-২০১৯ এ নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষেদর ডিন ড. একেএম রায়হান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো.আবু তাহের, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ।

এ সময় অতিথিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অগ্রযাত্রা ৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী সাময়িকীর মোড়ক উন্মোচন করেন।  

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। সাংবাদিকদের জন্য অনেক বড় অপরাধ সংগঠিত হতে পারে না। কারও উপর রাগ, বিরাগ ও অনুরাগ না করে সামনে এগিযে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, আগামী এক বছর দায়িত্ব পালন করবে নতুন কার্যনির্বাহী কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

কেআই/এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি