ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত পাঠাগার উদ্ধোধন 

প্রকাশিত : ২২:০১, ৬ ফেব্রুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে চারটি কক্ষ বরাদ্দ দিয়ে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।   

বুধবার বিশ্বাবদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নীচ তলায় কেক কাটার মধ্য দিয়ে এ উন্মুক্ত পাঠাগারের সম্প্রসারণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. নাসির উদ্দীন এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাদেও দুটি উন্মুক্ত পাঠাগার চালু হলো।   

এসি 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি