ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আগামী বছর জবিতে আন্তঃবিভাগ নারী ক্রিকেট প্রতিযোগিতা

প্রকাশিত : ২০:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০১৯

আগামী বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ নারী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান। আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইংরেজি বিভাগকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ী উদ্ভিদ বিজ্ঞান বিভাগের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য। প্রতিযোগিতায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধিনায়ক মাসুম সেরা খেলোয়াড় ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া এ প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাজেদুল ইসলাম সুকর্ণ সবোর্চ্চ ১২৭ রান সংগ্রহ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটির (ক্রিকেট) সদস্য অধ্যাপক ড. শামীমা বেগমের সভাপতিত্বে ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের টিম ম্যানেজার,শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ অংশগ্রহণ করে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি