ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবি সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : ২০:০৩, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) নবগঠিত ‘কার্যনির্বাহী পরিষদ-২০১৯’ দায়িত্বভার গ্রহণ করেছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে নতুন এ পরিষদ তাদের কার্যক্রম শুরু করে।

এর আগে গত ১২ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বুধবার (০৬ ফেব্রুয়ারি) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কার্যনির্বাহী পরিষদ-২০১৮ নবনির্বাচিত পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করে।

দায়িত্বভার গ্রহণের প্রথম দিনে সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার, সহকারী প্রক্টর শুভব্রত সাহা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ, সদ্য বিদায়ী সভাপতি মোঃ মতিউর রহমান, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর সাবিক, সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ সমিতির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি