ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের ১ম বর্ষপূর্তি

প্রকাশিত : ২২:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উপলক্ষে সকালে ক্যাম্পাসে জয় বাংলা ভাস্কর্যের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপদেষ্ঠামন্ডলীর সদস্যসহ উক্ত ক্লাবের সকল সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে ক্যারিয়ার ক্লাব সদস্যদের নিয়ে এক প্রীতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৪টি টিম অংশগ্রহণ করে।

অন্যান্য খেলাধুলার মধ্যে ছিল মিউজিক চেয়ার,বাকেট বল,হাড়ি ভাঙা,কাপল ডান্সসহ সারপ্রাইজ ইভেন্ট ছিল।

সন্ধ্যায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আতঁশবাজি, ক্যাম্প ফায়ারিং ও ফানুস উড়ানো।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যারিয়ার ক্লাব সভাপতি অমিত হাসান রনি জানান, ‘সফল একটি বছর পার করলো জাককানইবি ক্যারিয়ার ক্লাব। অদূর ভবিষ্যতে ‘জব ফেয়ার’ করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে ক্লাবটি।’

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি