ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্ধোধন

প্রকাশিত : ২৩:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১ম দিনে প্রত্নতত্ত্ব বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হারিয়ে জয় লাভ করে। দিনের অপর খেলায় ইরফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগকে হারিয়ে জয় লাভ করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ।

এবারের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে ১৮ টি বিভাগ অংশগ্রহণ করেছে। ২৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে ভলিবল প্রতিযোগিতা- ২০১৯ পর্দা নামবে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি