ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ

প্রকাশিত : ২১:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

`ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত।` এই ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা বিভাগের উদ্যোগে ‘বসন্ত উৎসব ১৪২৫’ উদযাপন করা হয়েছে। 

বুধবার ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে এ উদযাপন অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানুর সভাপতিত্বে বসন্ত উৎসবের আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে বসন্ত বরণ উদযাপিত হয়। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপভোগ করেন।

এছাড়া বসন্ত উৎসব উপলক্ষ্যে ক্যাম্পাসে তরুন তরুণীদের মধ্যে আলাদা আমেজ লক্ষ্য করা যায়। তারা হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পড়ে ঘুরতে দেখা যায়। একজন আরেক জনের মাথায় ফুলের ঝুটি পড়িয়ে দেন। এভাবেই যেন ক্যাম্পাস প্রাঙ্গণ  বসন্তের আনন্দে তরুণ তরুণীরা মেতে উঠে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি