ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং কার্নিভালের পর্দা নামলো

প্রকাশিত : ২০:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কার্নিভালের আহবায়ক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোলাইমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যেয়ারম্যান মো. সবুর খান। বিশেষ অতিথি ছিলেন,বার্ডের মহাপরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান,  কুবি’র বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গ্রামীনফোন (চট্টগ্রাম) সার্কেল মার্কেটিং এর প্রধান মুহাম্মদ রিজওয়ান চৌধুরী,গোল্ড সিলভার লিমিটেড এর চ্যেয়ারম্যান প্রফেসর মো. ফারুক আহমেদ, বাংলাদেশ ভোজ্য তেল লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ, প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সঞ্জয় কুমার রায়, সেভেন রিংস সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আতিক আকবর, প্রাণ আরএফএল গ্রুপ সিনিয়র ব্রান্ড ম্যানেজার শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভাগটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মার্কেটিং কার্নিভালের চার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেস প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, উপাচার্যের সঙ্গে মিটিং,মার্কেটিং সামিট, কর্পোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন।

উল্লেখ্য, মার্কেটিং কার্নিভালের পর্দা উঠেছিল গত ১১ ফেব্রুয়ারি।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি