ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাভাবিপ্রবিতে বিবিএ’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ১৫:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।

মঙ্গলবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে একটি বার্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ভাইস-চ্যান্সেলর উক্ত বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মওদুদ-উল-হক ও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

এছাড়া বিকেলে বিভাগের মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি