ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘রবীন্দ্র-নজরুল’ আমাদের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে

প্রকাশিত : ২২:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন,‘রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে জড়িয়ে আছেন। তাঁদের কথা, গান, কবিতা, বাঙালিয়ানাকে বাঁচিয়ে রেখেছে। রবীন্দ্রনাথ তাঁর বিভিন্ন লিখনীর মধ্য দিয়ে বিচিত্র পৃথিবীকে ফুটিয়ে তুলেছেন আর এ জন্যেই তিনি বিশ্বকবির মর্যাদা লাভ করেছেন। অন্যদিকে বাঙালিত্বের শ্রেষ্ঠ প্রকাশ হচ্ছেন ‘নজরুল’। এ দুই বাঙালি কবি বিদ্যা-শিক্ষার উচ্চতা বিশ্ব দরবারে নিয়ে গেছেন।’

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা ভাবনায় রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তরুণদের উদ্দেশ্য করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘তোমরা আমাদেরকে অতিক্রম করে এগিয়ে যাও, বুদ্ধুর মত বসে থেকো না। আমরা যদি হিমালয় হই, তোমরা এভারেস্টর চুড়া হও।’

এ সময় তিনি শৈশবকে স্বরণ করে বলেন, ‘প্রত্যেকটি মানুষের অভিজ্ঞতা স্বতন্ত্র এবং বিচিত্র এটি ঠিক। আমি একটা সময় চোখ বন্ধ করে আমার শৈশবের কথা চিন্তা করি। তখন ভাবি শৈশবই আমার কাছে গুরুত্বপূর্ণ। শৈশবই আমাকে আমার বর্তমান তৈরি করে দিয়েছে। শৈশবই আমার ভাবনা আমার চিন্তা চেতনাকে প্রসারিত করেছে।’

উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার দিকপাল। এটাই সকল বাঙালির প্রথম এবং শেষ উপলদ্ধি।’

আলোচনা সভার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক অধ্যাপক শামসুজ্জামান খান।

ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাহিদা আখতারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন এবং ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রসিদুজ্জামান। জাতীয় সংগীতের মধ্যদিয়ে সভার সূচনা করা হয়।  

এদিকে আলোচনা সভার পূর্বে ‘বাংলা মঞ্চে’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে স্মরণে ফিতা কেটে ৩ দিনব্যাপী বই মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। উদ্বোধন শেষে ভাইস চ্যান্সেল, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারসহ অতিথিবৃন্দ বই মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি