ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : ১৭:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন দিবস উদযাপন উপলক্ষে বিভাগটির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার সময় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের চারপাশে তারা এ অভিযান চালায়।

জানা যায়, বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেনের নেতৃত্বে বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মাদ আসাদুজ্জামান,অধ্যাপক গিয়াস উদ্দিন,অধ্যাপক লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলীসহ সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেয়।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন আরমান বলেন,‘ক্যাম্পাস, বিভাগ ও চারপাশের পরিবেশটা আমাদের। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ বিভাগের শিক্ষকদের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন আমাদের সচেতনতা আরও বৃদ্ধি করবে।’

বিভাগটির জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক এ কে এম মতিনুর রহমান জানান,‘শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও এই কাজে অভ্যস্ত করার জন্য আমরা এই ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি।’

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেন বলেন,‘আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। শিক্ষার্থীদের মাঝে এই চেতনতাবোধ জাগ্রত করতে ও লোক প্রশাসন দিবস উদযাপনের অংশ হিসেবে আমারা এই আয়োজন করেছি।’

এদিকে দুপুর একটায় লোক প্রশাসন দিবস উদযাপন উপলক্ষে বিভাগের শ্রেণিকক্ষে মেয়েদের বালিশ পাচার ও ছেলেদের চেয়ার সেটিং খেলা অনুষ্ঠিত হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি