ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

প্রকাশিত : ২০:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো ভলিবল প্রতিযোগিতা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ভলিবল মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মার্কেটিং বিভাগকে (২-০) সেটে হারিয়ে  চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। দিনের অপর ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে প্রত্নতত্ত্ব বিভাগ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের ট্রপি উঠে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের খেলোয়াড় জুবায়ের আহমেদ এর হাতে।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।

এবারের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে ১৮টি বিভাগ অংশগ্রহণ করেছে। ১২ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয়।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি