ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাবি সায়েন্স ক্লাবের সভাপতি শরিফ সম্পাদক রাব্বানী

প্রকাশিত : ১৮:১৭, ১ মার্চ ২০১৯ | আপডেট: ১৮:১৯, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (জেইউএসসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বানী। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের একটি হোটেলে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় ক্লাবের উপদেষ্টা পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন, প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শরিফ হোসেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকক্স বিভাগের সভাপতি মো. তাজউদ্দিন শিকদার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মনিরুল ইসলাম (ফার্মেসি-৪৩), রাকিবুল ইসলাম (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৪), তানজিলা জাহান (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৪), হাফিজুর রহমান (পদার্থবিজ্ঞান-৪৪), যুগ্ম-সাধারণ সম্পাদক আমীর হামজা (রসায়ন-৪৪), ঈশিতা কবির তন্নী (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৫), হাফিজা আক্তার লাবণী (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৫)।

সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ শ্রাবণ (রসায়ন-৪৫) যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পরাগ বিশ্বাস (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৫), অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান সনেট (পদার্থবিজ্ঞান-৪৫), যুগ্ম-অর্থ সম্পাদক নাহিদুজ্জামান সম্রাট (আইআইটি-৪৫), দপ্তর সম্পাদক নাফিউর রহমান (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৫), প্রকাশনা সম্পাদক শিহাব (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস-৪৫), পাঠাগার সম্পাদক ওয়াদুদা আক্তার তামান্না (ফার্মেসি-৪৬), প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম (রসায়ন-৪৬), সাহিত্য সম্পাদক মতিউর রহমান মুন্না (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-৪৬), শিক্ষা সম্পাদক আরিফুল ইসলাম (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-৪৬), আইটি সম্পাদক শাওন মাহমুদ (পদার্থবিজ্ঞান-৪৬), গবেষণা সম্পাদক আনায়েতুল জান্নাত (পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস-৪৬), সমাজকল্যাণ সম্পাদক সামসুজ্জামান সায়েম (রসায়ন-৪৬), প্রকল্প সম্পাদক নুর হোসেন (প্রাণিবিজ্ঞান-৪৬), মিডিয়া সম্পাদক মেহেদী হাসান রোমান (আইআইটি-৪৬), ভর্তি কার্যক্রম সম্পাদক সাবিলা জেরিন (ফার্মেসি-৪৬)।

 এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া (গণিত), লিমা (ফার্মেসি), ৪৭তম ব্যাচের শিক্ষার্থী জিশান মাহমুদ (রসায়ন), শাকিল ইসলাম (গণিত), শাহরিয়ার মজুমদার (পরিসংখ্যান), একরামুল হক একরাম (রসায়ন), অপ্সরা (বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং) এবং শাহরিয়ার ইসলাম হিমেল (আইআইটি)।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি