ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাবিতে ফয়জুন্নেসা হলের পুনর্মিলনী উৎসব সম্পন্ন

প্রকাশিত : ১৮:৩৫, ১ মার্চ ২০১৯

‘স্মৃতির বর্তমানে,হৃদয়ের টানে’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ উৎসব উদ্বোধন করেন। হল প্রভোস্ট অধ্যাপক নাহিদ হক এতে সভাপতিত্ব করেন।

 উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল হিসেবে নওয়াব ফয়জুন্নেসা হল এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও গৌরবের সাক্ষী। এ হলের ছাত্রীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন।

উপাচার্য আরও বলেন, এ হলের প্রাক্তন ছাত্রীদের এখন সময় এসেছে এ হলকে আরও সমৃদ্ধ করার। বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা মিলে এ হলের অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে অবস্থান রাখবেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং এ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক ফরিদা আখতার বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পুনর্মিলনী উৎসবের আহবায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য শামীমা সুলতানা ঝর্ণা, সদস্য সচিব হাবিবা ইয়াসমীন মিনা, পুনর্মিলনী উৎসবের কোষাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ফেরদৌস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে পর উপাচার্যের নেতৃত্বে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিকেলে দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম এবং প্রথম নারী প্রভোস্ট হিসেবে অধ্যাপক ফরিদা আখতারকে সংবর্ধনা জানানো হয়। সন্ধ্যায় ব্যান্ডদল ‘চিরকুট’ গান পরিবেশন করে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি