ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

জবিতে ভূমিকম্প ও অগ্নি কাণ্ডবিষয়ক মহড়া

প্রকাশিত : ২২:৫৬, ৩ মার্চ ২০১৯ | আপডেট: ২৩:১৩, ৩ মার্চ ২০১৯

‘দুর্ঘটনা দুর্যোগে, সবার আগে-সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনামূলক’ মহড়া অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও ভাষা শহীদ রফিক ভবন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এম.পি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাললয়ের সিনিয়র সচিব মো.শাহ্ কামাল,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম,বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপরারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এম.পি বলেন,আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও নানা ধরণের দুর্ঘটনার ঘটে থাকে, আর এই সমস্যাগুলো অতিক্রম করেই আমাদের জীবন অতিবাহিত করতে হয় এবং সামনের দিকে এগিয়ে যেতে হয়। ধীরে ধীরে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, এ সকল দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় সরকার গুরুত্বের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সেই সাথে জনসচেতনতা বৃদ্ধির করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশার বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা (Digester Management) বিষয়ে অধ্যায়ন করানো হচ্ছে, গবেষণা করা হচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে অনেক শিক্ষার্থী  ইন্টার্নশিপ করছে। এ সকল শিক্ষার্থীরা প্রশিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।

মহড়ায় ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিলিভ ডিফেন্স’ বিশেষজ্ঞ প্রশিক্ষক দল অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করে। দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন করা যায়, বাস্তবে কিভাবে আগুন নেভানো হয় ও তার বিভিন্ন কলাকৌশল, ভূমিকম্পের সময় নিজেদের জান মাল রক্ষায় করণীয় বিষয়ে বিভিন্ন কৌশল, হতাহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয়ে মহড়ায় প্রশিক্ষণ প্রদান করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি