ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডুয়েটে ৭ মার্চের ভাষণ উদ্যাপন

প্রকাশিত : ২১:৪৮, ৭ মার্চ ২০১৯

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’ উদ্যাপন করলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন তুলে ধরে চিত্র প্রদর্শনী করা হয়। এরপর সন্ধ্যায় ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’-এর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভিশন-২০২১ এর আলোকে উন্নত রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের উদ্যোগেও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি