ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে: ছাত্রলীগ সভাপতি

প্রকাশিত : ১২:০২, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ১২:১৯, ১১ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও ডাকসু নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

আজ সোমবার সকালে হাজী মোহাম্মদ মুহসিন হল ভোট দিয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে, হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম। এখানে সকাল থেকে শিক্ষার্থীরা আছেন লাইন ধরে। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে তা মহসিন হলের পরিবেশ দেখে বুঝা যাচ্ছে।

কুয়েত-মৈত্রী হলের ছাত্রীদের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া প্রসঙ্গে শোভন বলেন, বিষয়টা আমি জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা এসব দেখবে।

ছাত্রদলের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে শোভন বলেন, লাইনে যারা দাঁড়াচ্ছে তারাই ভোট দিতে পারছে। তাদের এই অভিযোগগুলো গুজব হিসেবেই দেখা হচ্ছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও এসময় জানান শোভন।


টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি