ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মুহসীন হলের সব পদে ছাত্রলীগ প্রার্থীরা জয়ী

প্রকাশিত : ১৮:১৩, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ২১:৩৮, ১১ মার্চ ২০১৯

ডাকসু নির্বাচনে মুহসিন হলের সব পদে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।

সোমবার (১১ মার্চ) বিকাল সোয়া পাঁচটায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন।

জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি মোট ভোট পেয়েছেন ৬২১ আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পেয়েছেন ২৫১ ভোট। বাকি ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয় লাভ করেন।

সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ ছাড়া অন্য প্যানেলের সব প্রার্থীরা ভোট বর্জন করে।

দীর্ঘ ২৮ বছর পর আজ (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ও হলগুলোতে মোট ১৩টি পদে লড়ছেন সর্বমোট ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি