ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

প্রকাশিত : ২১:০৬, ১৩ মার্চ ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার (১৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষায় ৩০ টি বিষয়ে সারাদেশে ১৫১ টি কলেজের এক লাখ ৯৪ হাজার ৯১২ জন পরীক্ষার্থী মোট ১১৩টি কেন্দ্রে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯৯৪ জন। এবারের পাসের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ। প্রকাশিত ফল রাত আট টার পর যে কোনো মোবাইল থেকে NU স্পেস MF স্পেস Roll লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ ফল পাওয়া যাবে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd অথবা www.nubd.info পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ২০ মার্চ ২০১৯ তারিখ রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য যে, ২য় পর্যায়ে আবেদনকারীদের নতুন করে কোন মেধা তালিকা দেয়া হবে না, মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওযেব সাইটে www.nu.ac.bd/admissions জানা যাবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি