ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ফাইনালে কুবির সাংবাদিকতা বিভাগ

প্রকাশিত : ২১:৪৭, ১৪ মার্চ ২০১৯

রসায়ন বিভাগকে ২৭ রানে হারিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্ণামেন্টে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বৃহস্পতিবার (১৪ ই মার্চ) সকাল ১০ টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করে সাংবাদিকতা বিভাগ। নির্ধারীত ২০ ওভারের খেলায় সবগুলো উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে । আল ফাহাদের অর্ধশতকে (৫২ রান), মাসুম বিল্লাহ ৩৮ এবং সোহেল সবুজ ২৮ রানে পাহাড়সম টার্গেট দেয় সাংবাদিকতা বিভাগ।

উইকেট ধরে রেখে প্রথম ১০ ওভারও জয়ের লক্ষ্যে ছিল রসায়ন বিভাগ। ২ উইকেট হারিয়ে প্রথম দশ ওভারে তাদের সংগ্রহ ছিল ৯০ রান। কিন্তু সাংবাদিকতা বিভাগের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং চাপে নিয়মিত উইকেট হারাতে থাকে রসায়নের ব্যাটসম্যানরা। সাংবাদিকতা বিভাগের মাসুম বিল্লাহ ও জয়নাল ৩টি করে উইকেট দখল করে।

আগামী ১৮ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি কেন্দ্রীয় খেলাটি অনুষ্ঠিত হবে ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি