ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবিতে কালের কণ্ঠ শুভ সংঘের নবীন বরণ

প্রকাশিত : ১৭:২৬, ২৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

শুভ কাজে, সবার পাশে স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কালের কণ্ঠ শুভ সংঘ শাখার আয়োজনে বর্ণাঢ্য নবীন বরণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কয়টা সংগঠন আছে তাদের মধ্যে শুভ সংঘ অন্যতম। এ সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ডিপার্টমেন্টের পড়াশোনা বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগবে না। তাই সবাইকে ডিপার্টমেন্টের পড়াশোনার বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত হতে হবে।

এছাড়া রাজধানীর ফুলবাড়িয়া শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে  রাজনীতি ঢুকে গেছে। তাই এ অবস্থা থেকে আমাদের বের হতে হবে। তবে আমাদের সুষ্ঠু ধারার রাজনীতি করতে হবে যাতে কোন ক্ষতি না হয়।

অনুষ্ঠানে শুভ সংঘের পক্ষ থেকে অতিথি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া নবীন বরণের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শুভ সংঘের সদস্যরা নৃত্য,গান,কবিতা ও অভিনয়ে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শুভ সংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শামীম আল মামুন, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, দপ্তর সম্পাদক সোহেল রানা স্বপ্ন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় শুভ সংঘ জবি শাখার সভাপতি ইমা আক্তার ও সাধারণ সম্পাদক তানভির হোসেন স্বাগত বক্তব্য দেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি