ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী র‍্যালী

প্রকাশিত : ১৭:৪৫, ৩ এপ্রিল ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে এগারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড পরেশ চন্দ্র বম্মনের আহবানে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সচেতন শিক্ষার্থীদের ব্যানারে সমর্থন জানিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেন। জানা যায়, বেলা এগারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালী শুরু হয়।

এ সময় র‍্যালীতে উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।

র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবনে র‍্যাগ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। র‍্যাগ দেওয়াটা ভালো। কিন্তু বর্তমানে নবীন শিক্ষার্থীদের র‍্যাগ দেওয়াটা  মানসিক ও শারিরীক নির্যাতনের পর্যায়ে চলে গেছে। সিনিয়র জুনিয়রদের মাঝে র‍্যাগ হোক। তবে সেটা যেনো হয় জুনিয়রদের একাডেমিকবোধ গড়ে তোলা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি