জবিতে নটরডেমিয়ান সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত : ১৬:৫৫, ৮ এপ্রিল ২০১৯
`চল রাখি জবি পরিচ্ছন্ন` স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নটরডেমিয়ান সোসাইটি অব জেএনইউ এর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির পাশে, কাঁঠালতলায়, মেইনগেটের পাশে বৃক্ষরোপণ করে এবং পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিছন্নতা অভিযান চালান।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলা থেকে একটা র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসে শান্ত চত্বরে শেষ হয়।
উল্লেখ্য, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত প্রাক্তন নটরডেমিয়ানদের সংগঠন ‘নটরডেমিয়ান সোসাইটি অব জেএনইউ’ ক্যাম্পাসের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের প্রয়াস নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে।
কেআ/
আরও পড়ুন