ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জবি নৃ-বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ১৮:৫৫, ৮ এপ্রিল ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নৃবিজ্ঞান বিভাগের ১০ম বর্ষপূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে আনন্দর‌্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টা থেকে বিভাগের মিলনায়তনে দিনব্যাপি নানা অনুষ্ঠান চলে।

সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য  চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বর এসে শেষ হয়। বেলা ১টায় নৃবিজ্ঞান বিভাগের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক শাহরীন তানজুম, প্রভাষক আরিফ ইফতেখার, আব্দুল কুদ্দুস।

এরপর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি