ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খুবিতে বিশ্ব পথশিশু দিবস পালিত

প্রকাশিত : ২৩:০৯, ১২ এপ্রিল ২০১৯

কাম ফর রোড চাইল্ড (সিআরসি) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার উদ্যোগে শুক্রবার (১২ এপ্রিল) বিশ্ব পথশিশু দিবস পালিত হয়েছে।

খুবির সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ও  প্রধান অতিথি ছোটন দেবনাথের উপস্থিতিতে ১০ পাউন্ডের এক বিশাল কেক কাটার মাধ্যমে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠান শুরু হয়।

পরে সিআরসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে অংক দৌড়, বিস্কিট খেলা,মোরগ লড়াই, বল নিক্ষেপ খেলা এবং অভিভাবকদের বালিশ খেলার মধ্য দিয়ে মেতে ওঠে সিআরসি প্রাঙ্গণ। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ছোটন দেবনাথ বলেন, সিআরসির এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশে যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে। তিনি যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সিআরসি খুবি শাখার সভাপতি অনির্বাণ দাস সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় আমরা ৪০ জনেরও বেশি শিশুদের বিনামূল্যে পাঠদানের পাশাপাশি প্রতি মাসে খাতা,কলম দিয়ে থাকি।

তিনি আরও বলেন,সবার সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের এ কার্যক্রমের পরিধি আরও বাড়বে, যা দেশ ও জাতির  কল্যাণে সহায়ক ভূমিকা রাখবে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি