ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নুসরাত হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ১৩:৫৩, ১৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শনিবার বেলা ১১টার থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে ঘাতকদের বিচারের দাবিতে স্লোগান তোলেন।

বিক্ষোভকারীরা বলেন, ‌‘আমার বোন কবরে, ঘাতক কেন বাহিরে,’ ‘নুসরাতের খুনিদের, ফাঁসি চাই, দিতে হবে।’

বিক্ষোভ কর্মসূচির অন্যতম আয়োজক নোমান বলেন, প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশুরা খুন, ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু এই নরপশুদের বিচার না হওয়ায় এই মহামারী যেন থামছে না।

‘তাই আমরা আর কোনো নুসরাতের পরিণতি দেখতে চাই না। অনতিবিলম্বে নুসরাতের ঘাতকদের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী নওশাদ বলেন, আমরা কোনো ধরনের নারী হেনস্তা ও ধর্ষণ কামনা করি না। আজ যুবসমাজ সচেতন হয়েছে, প্রত্যেকটি ধর্ষণের সুষ্ঠু বিচার ও ফাঁসির আবেদন জানাচ্ছি। পরে তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব ঘুরে নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা কলেজের সামনে এসে শেষ হয়।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি