ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত : ২০:৪৪, ২৯ এপ্রিল ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচিত ডিনরা হলেন- অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন (কলা অনুষদ), অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ (আইন অনুষদ), অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (বিজনেস স্টাডিজ অনুষদ), অধ্যাপক ড. সাদেকা হালিম (সামাজিক বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মো. ইমদাদুল হক (জীব বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান (ফার্মেসি অনুষদ), অধ্যাপক নিসার হোসেন (চারুকলা অনুষদ), অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল (আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ) ও অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ)।

আইন অনুষদ ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৭(৫) ধারা এবং অধ্যাদেশের (২য় খন্ড) ১৮নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন উপাচার্যের প্রতিনিধি হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি