ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড

প্রকাশিত : ১৩:২৭, ৬ মে ২০১৯

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফলাফলে এ বছর পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এ  বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, যা গত বছর ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ।

এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী।

এবারের পরীক্ষায় এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ফলের পরিসংখ্যান অনুযায়ী, সবার নিচে রয়েছে সিলেট। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ। আর ৯১ দশমিক ৬৪ শতাংশ পাসের হার নিয়ে সবার উপরে অবস্থান করছে রাজশাহী।

এছাড়া ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি