ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউথ ভয়েস ফর ডেমোক্রেসি বিতর্কে চ্যাম্পিয়ন কুবি

প্রকাশিত : ১৯:৫৫, ৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

‘ইয়ুথ ভয়েস ফর ডেমোক্রেসি’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ভিক্টোরিয়া কলেজকে হারিয়ে কুমিল্লা  অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

রোববার রাতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত কুমিল্লার বধুয়া কমিউনিটি সেন্টারে এ ফাইনাল অনুষ্টিত হয়।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের দীপ্ত ব্রত দাস। বিজয়ী দলের অন্যান্য সদস্যরা হলেন, ফজলে রাব্বী ও জুবায়ের হোসেন। প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সময় ডেপুটি পুলিশ সুপার মো. আজিম উল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি