ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ইউথ ভয়েস ফর ডেমোক্রেসি বিতর্কে চ্যাম্পিয়ন কুবি

প্রকাশিত : ১৯:৫৫, ৬ মে ২০১৯

‘ইয়ুথ ভয়েস ফর ডেমোক্রেসি’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ভিক্টোরিয়া কলেজকে হারিয়ে কুমিল্লা  অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

রোববার রাতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত কুমিল্লার বধুয়া কমিউনিটি সেন্টারে এ ফাইনাল অনুষ্টিত হয়।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের দীপ্ত ব্রত দাস। বিজয়ী দলের অন্যান্য সদস্যরা হলেন, ফজলে রাব্বী ও জুবায়ের হোসেন। প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সময় ডেপুটি পুলিশ সুপার মো. আজিম উল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি