ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়ার শীর্ষ ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নেই বাংলাদেশ

প্রকাশিত : ১৫:৫০, ৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক একটি সাপ্তাহিক পত্রিকা সম্প্রতি এশিয়া অঞ্চলের শিক্ষার মান নিয়ে করা গবেষণার ফল প্রকাশ করেছে। যেখানে শীর্ষ ৪০০ বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হয়। এতে ভারত, পকিস্তান ও ভূটানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জায়গা হলেও স্থান পায়নি প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের কোনটি।

টাইমস হাইয়ার এডুকেশন নামে লন্ডন ভিত্তিক এই প্রকাশনাটি ২০১৯ সালের যে তালিকা দিয়েছে সেখানে এশিয়ার ৪০০ বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৫০টি। প্রকাশনাটিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা পদ্ধতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আরিফা সুলতানা বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় এখনো সনাতন পদ্ধতির। আর প্রধান সমস্যা হলো মানসম্মত শিক্ষার অভাব। সঙ্গে রয়েছে নানা অরাজকতা।’

তিনি বলেন, ‘আমাদের একটা বড় ঘাটতির জায়গা হল যে টিচিং এন্ড লার্নিং। এই দুটি পদ্ধতি খুব পুরনো আমলের রয়ে গেছে। লার্নিং কত ধরণের আছে সেটা নিয়ে গবেষণার অভাব আছে, বোঝাবুঝির অভাব আছে। এখানে তো অনেক দিন ধরে একটা অসমাঞ্জতা রয়েছে। তাই, রুট লেভেল থেকেই এটা পরিবর্তন করতে হবে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফারজানা সিদ্দিকা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও গুটি কয়েক বিভাগে গবেষণা হয়।’

বিশ্ব র‍্যাংকিং এর ক্ষেত্রে মৌলিক গবেষণা বড় ভূমিকা পালন করে। যেটা হচ্ছে না বলে তিনি মনে করেন।

বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে ছাত্রদের পাশ করিয়ে দেবে এই উদ্দেশ্য যত না তার চেয়ে বেশি থাকবে গবেষণার কাজ। বাংলাদেশে যেটা হচ্ছে, বিজ্ঞানের ক্ষেত্রে কিছু গবেষণার কাজ হচ্ছে। কিন্তু এর বাইরে কোন গবেষণা হচ্ছে না। গবেষণার জায়গায় বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে বলে উল্লেখ্য করেন তিনি।

আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি