ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাককানইবি প্রেসক্লাব এর যাত্রা শুরু

প্রকাশিত : ২১:০৮, ৯ মে ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সাংবাদিকদের নতুন সংগঠন ‘জাককানইবি প্রেসক্লাব’ এর প্রথম কমিটি ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছে।

দৈনিক অধিকার’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকার আব্দুল্লাহ তুহিন কে সভাপতি ও পূর্বপশ্চিম’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিহার সরকার অংকুর কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, উপাচার্য দপ্তরের পিএস ও জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। নতুন নেতৃত্বের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও জনসংযোগ কর্মকর্তা।

কমিটিতে অন্যান্য পদে সহসভাপতি মো. ফজলুল হক পাভেল (একুশে টিভি অনলাইন), যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান (ডিবিএননিউজ টুয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক তিতলি দাস (বার্তাজগৎ টুয়েন্টিফোর), দপ্তর সম্পাদক আশিক আরেফীন (ক্যারিয়ারটাইমস), অর্থ সম্পাদক বায়েজিদ হাসান (স্বাধীননিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আশিকুর রহমান (বার্তা ২৪), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা সাবরিন সকাল (বার্তাবাজার), সমাজকল্যান বিষয়ক সম্পাদক আজীজুল হাকিম পাভেল (ডেইলি সমাচার), আইন বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বেলালী (দ্য ডেইলি ক্যাম্পাস), সদস্য ওয়াহিদুল ইসলাম (বাংলাট্রিবিউন), আরিফুল ইসলাম (ভোরের ডাক) ও সুলগ্না রেমা (ভোরের খবর)।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী ও প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখা হয়েছে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান কে।

উল্লেখ্য, দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস) থেকে সমিতির ৫জন সদস্য লিখিত পদত্যাগ করেন। পদত্যাগকারীরা হলেন- মো. ওয়াহিদুল ইসলাম, সরকার আব্দুল্লাহ তুহিন, মো. আরিফুল ইসলাম, মো.ফজলুল হক পাভেল,নিহার সরকার অংকুর।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি